শিশুকে মোবাইল থেকে দূরে রাখতে আমরা ক্র্যাফট এর বিভিন্ন ধরনের প্যাকেজ নিয়ে এসেছি যার একটি হল ফান ক্র্যাফট বক্স। এই বক্স এ থাকছে বিভিন্ন রকম বিডস, বাটন, ফুল, পাতা, প্রজাপতি সহ ৪০০ + উপকরন যেগুলি দিয়ে শিশুরা নিজেদের মত করে অনেক ক্রিয়েটিভ আইটেম বানাতে পারবে এবং ফ্রেন্ডদের কে গিফট করতে পারবে। গিফট করার অভ্যাস গড়ে তুলতে পারলে শিশুর মনের উদারতা বাড়বে। অন্যের সাথে শেয়ার করা শিখবে। বি:দ্র: এই বক্স এ শুধু মাত্র উপকরন গুলি দেয়া থাকবে। রেডি করা কোন আইটেম থাকবে না। রেডি আইটেম গুলি বাচ্চারা কিভাবে বানাবে সেই আইডিয়া দেয়ার জন্য ছবি দেয়া হয়েছে।